আকাশ পারভেজ, কলকাতা, আপনজন: কোভিড আবহে প্রায় দু’বছর যাবৎ অনিয়মিত পড়াশোনা, তার ওপর সাম্প্রতিককালে করোনা-ওমিক্রন থাবা বসিয়েছে আবার বেশ জোরে-শোরে। এরকম এক ভয়াবহ অবস্থার মধ্যে পড়েও ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে জিডি স্টাডি সার্কেল এবং স্যান্ডফোর্ড অ্যাকাডেমি। আর এই কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিতে সম্মত বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা, এমনকী এগিয়ে এসেছেন প্রধান শিক্ষকরাও। শনিবার বিভিন্ন মিশনের মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে দুদিনের এক অনলাইন কর্মশালার সূচনা করেন বিশিষ্ট প্রশাসক অবসরপ্রাপ্ত আইএএস শেখ নুরুল হক। তিনি বলেন সারা বিশ্বে এক ভয়াবহ অবস্থা। তবু তার মধ্যে দিয়েই আমাদের সম্ভাব্য উপায় বার করে এগিয়ে যেতে হবে। তাই মাধ্যমিক পরীক্ষার দিকে তাকিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য দু’দিনের এই আয়োজন। অংশগ্রহণকারী বিভিন্ন মিশনের সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, আশা করা যায় এ সবকিছুর থেকে তোমরা অনুপ্রাণিত হবে এবং বিভিন্নভাবে শিখে নিতে পারবে মাধ্যমিকে ভালো ফলাফল করার কৌশল। তিনি মিশনের সকল শিক্ষক-শিক্ষিকাদের কাছেও অনুরোধ করেন দুদিনের এই কর্মশালায় উপস্থিত থাকার জন্য।
এর পর স্যান্ডফোর্ড অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর শেখ জসিম উদ্দিন মন্ডল প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন তোমাদের জন্য আরো নানাভাবে কর্মসূচি নেওয়া হচ্ছে, যা উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজে লাগবে। এই কাজে বিভিন্ন ভাবে যাঁরা এগিয়ে এসেছেন সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকাকে আন্তরিকভাবে তিনি অভিবাদন জানান এবং বারবার করে বলেন তাঁদের ঐকান্তিক সহযোগিতায় এই কাজ সম্ভব হচ্ছে।
দুদিনের এই কর্মশালায় সাতটি বিষয়ে পরিচালনায় উজ্জ্বল বন্দোপাধ্যায়, দেবজিত মান্না, ড. স্বাগতা বসাক, গৌরাঙ্গ সরখেল, নায়ীমুল হক, পলাশ ঘোষ, মোস্তফা হাবিব এবং মিতালী মুখার্জী। উল্লেখ্য, আগামীকাল রবিবার বিশেষ কাউন্সেলিং অধিবেশন পরিচালনা করবেন বিশিষ্ট মনোবিদ সনজিৎ সেনগুপ্ত এবং উপস্থিত থাকবেন সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড.দেবব্রত মুখোপাধ্যায়।
বিভিন্ন মিশনের সম্মানিত সভাপতি, সম্পাদক, প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষকারা যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন, তার সাধুবাদ জানান এদিনের অনুষ্ঠান সঞ্চালক স্যান্ডফোর্ড অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডাইরেক্টর পান্থ মল্লিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct