আপনজন ডেস্ক: করোনা সংক্রমণ রোধে পবত্রি মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ সব স্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ পুনরায় বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় পবিত্র কাবা প্রাঙ্গণে উমরাহাযাত্রীদের জন্য তাওয়াফের সারি কমিয়ে ৩৪ সারি করা হয়েছে। আরব নিউজের খবরে জানা যায়, পবিত্র কাবা প্রাঙ্গণের ৩৪ সারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়। এছাড়াও মাস্ক পরিধারন, হাত ধৌত করা, জায়নামাজ নেওয়াসহ সব ধরণের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। জেনারেল প্রেসিডেন্সি বিভাগে ওমরাহ বিষয়ক পরিচালক প্রকৌশলি আয়মান ফালামবান এসব কথা জানান। তিনি আরো জানান, মুসল্লি, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের পবিত্র মসজিদুল হারামে প্রবেশের সময়সূচীও বেধে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় ‘ইতামারনা’ অ্যাপেরে সাহায্যে নির্ধারিত সময়েই মসজিদে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। এছাড়াও জেনারেল প্রেসিডেন্সির উদ্যোগে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাবা প্রাঙ্গণে পুনরায় স্টিকার লাগানো হয়। প্রতিদিন অন্তত ১০ বার সব স্থাপনা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ধোয়া হয়। সবার স্বাস্থ্য সুরক্ষায় মসজিদের ভেতর থেকে সরিয়ে নেওয়া হয় পবিত্র কুরআনের কপি।গত বছরের ১৭ অক্টোবর সামাজিক দূরত্ব ও মাস্ক পরাসহ করোনা বিষয়ক বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব। ওই সময় মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগের মতো মুসল্লিদের দিয়ে পুরোপুরি ধারণের অনুমোদন দেয় সৌদি সরকার। এর আগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারি করে সৌদি আরব। তখন ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর কারফিউ জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে সীমিত পরিসরে উমরাহ ও হজ কার্যক্রমের ব্যবস্থা করা হয়। শুক্রবার সৌদি আরবে নতুন করোনা শনাক্ত হয় তিন হাজার ৫৭৫ জনের এবং মৃত্যু হয় দুই জনের। সৌদির স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ৭২ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৯০ জনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct