নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ,আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিক্ষোভের সমর্থনে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে ও নাজিমুদ্দীনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হল মুর্শিদাবাদেরহো সেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসায়। দুশোর বেশি ছাত্র নিয়ে এই মিছিল শুরু হয় হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে বের, ছকন্নগর পর্যন্ত যায় ফিরে আবার মাদ্রাসায় শেষ হয়। ওই মাদ্রাসার বর্তমান ছাত্র মুর্শিদ আলম বলেন, দীর্ঘদিন ধরে চলছে আলিয়ার পড়ুয়াদের আন্দোলন। আলিয়ার পড়ুয়াদের দাবিদাওয়া গুলো নায্য। আমাদের দাবী অবিলম্বে মন্ত্রী গিয়ে অবস্থানকারীদের সাথে কথা বলুক। আর না হলে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থানে শরিক হব। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতি সাজিদুর রহমান, আলিয়ার ছাত্রনেতা লুৎফুল হক, বেলডাঙা মাদ্রাসার ছাত্র সোয়াইল হক, আখের আলী, হাসান ও দেলোয়ার , জামীল, জাকির,আব্দুল্লাহ, মেহেদী হাসান। সাজিদুর রহমান জানান যে, এই বিক্ষোভ মূলত তিনটি দাবিকে সামনে রেখে ১. আলিয়ার আন্দোলনের সমর্থনে ২. নাজিমুদ্দিন হত্যার প্রতিবাদে ৩.স্বাস্থ্যবিধি নেমে ৫০ শতাংশ ছাত্র নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। তিনি বলেন, আমাদের আন্দোলনের ১০০ দিনে আমরা আমরণ অনশনে যাচ্ছি। হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র ও আলিয়ার ছাত্রনেতা লুৎফুল হক জানান,আজ আমরা বিগত ৯৭ দিন ধরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থান চালিয়ে যাচ্ছি। কিন্তু সংখ্যালঘু দপ্তর ও সংখ্যালঘু মন্ত্রী মহাশয়ের কাছ থেকে কোনো সুরাহা মেলেনি। আমরা চাই সংখ্যালঘু মন্ত্রী মহাশয় আমাদের অবস্থান মঞ্চে এসে সমধান দিয়ে যাক। আর পশ্চিমবঙ্গে দ্বিতীয় নাজিমুদ্দিনের মতো দ্বিতীয় কোনো ঘটনা দেখতে চাই না। রাজ্য সরকার কাছে দাবি অবিলম্বে মবলিঞ্চিং আইন প্রণয়ন করুন। জাতীয় সংগীতের মাধ্যমে এই মিছিল শেষ হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct