সন্ন্যাসী কাউরী, পাঁশকুড়া,আপনজন: সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত বিদ্যালয়ে শুরু হয়েছে ছাত্র ছাত্রীদের কোভিড টিকাকরণ কর্মসূচি। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে পাঁশকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুলে আয়োজন করা হল ছাত্র-ছাত্রীদের টীকাকরণ শিবির। শনিবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টীকাকরণ করা হয় । পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের সহযোগিতায় এবং শিক্ষা দপ্তরের নির্দেশক্রমে চোদ্দ বছর থেকে আঠারো বছর বয়সী স্কুলপড়ুয়াদের কোভিড ভ্যাকসিন দেওয়া হয়। এদিনের টীকাকরণ শিবির থেকে ৬৯০ জন ছাত্র - ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের এই ভ্যাকসিন দেওয়া হয়। আনুষ্ঠানিক ভাবে টীকাকরণ শিবিরের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা । উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা। স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকায় এখন বিদ্যালয়ে আসছে না ছাত্র-ছাত্রীরা। সকল ছাত্র-ছাত্রী যাতে ভ্যাকসিন পায়, সে ব্যাপারে উদ্যোগ গ্ৰহণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা বলেন, টীকাকরণ কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। সরকারি নির্দেশ মতো আমরা প্রায় সব ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দিতে পেরেছি। অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী বিভিন্ন কারণে ভ্যাকসিন নিতে পারেনি। আগামী দিনে আবারো একটা শিবির করে তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হবে। বর্তমান পরিস্থিতিতে যেভাবে সংক্রমণ বাড়ছে , তাতে আমাদের সকলকেই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অযথা আতঙ্কিত হবার দরকার নেই, সেই বার্তাই আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এদিনের টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শুভঙ্কর দত্ত, দায়িত্ব প্রাপ্ত শিক্ষক হিরন্ময় জানা , তুহিন মাইতি, শিক্ষক ধনঞ্জয় মাইতি, সুব্রত চক্রবর্তী, সৌগত মাজী, শান্তনু সরদার সহ অন্যান্য শিক্ষক-শক্ষিকারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct