সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষিত হতেই রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা জুড়ে প্রতি দিন প্রতিনিয়ত বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান অব্যাহত।বিশেষ করে বিজেপির জেলা স্তরের বহু নেতা তৃনমূল কংগ্রেসে যোগদান করার ফলে বুথ স্তরের কর্মীদের মনোবল ভেঙে পড়ে,এখন সেই সমস্ত বিজেপির কর্মীরা ও দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। শুক্রবার বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার পলপাই -ভবানীগঞ্জ তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে পলপাই ভৈরব মন্দির প্রাঙ্গণে এলাকার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণের পাশাপাশি বিজেপি ছেড়ে আসা কর্মীরা এই মঞ্চে উপস্থিত নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন এবং আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এদিন এলাকার প্রায় নয় শতাধিক দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। মঞ্চে এদিন খয়রাসোল ব্লকের হজরতপুর অঞ্চলস্থ ভবানীগঞ্জ, পলপাই এবং বড়রা অঞ্চলের শিরা গ্রাম থেকে ২৫০ টি পরিবার মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞে শামিল হতে তারা বি জে পি ছেড়ে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সুদীপ্ত ঘোষ ও খয়রাসোল ব্লক তৃণমূলের সভাপতি কাঞ্চন অধিকারীর হাত ধরে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলা যুব সভাপতি দেবব্রত সাহা,খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন, তৃণমূল ব্লক কার্যকরী সভাপতি আব্দুর রহমান, তৃণমূল নেতা তারক মন্ডল সহ তৃনমূলের অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব, সাধারণ মানুষেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct