আপনজন ডেস্ক: যেন ফুলের একটু একটু করে প্রস্ফুটিত হওয়ার মতো! ফুল যেভাবে পাপড়ি মেলতে থাকে, ফিফা তাদের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর ঘোষণায়ও সেভাবে একটি একটি করে বিভাগের মনোনয়নের কথা জানিয়েছে।
৪ জানুয়ারি জানানো হলোবছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের মনোনয়নের সেরা তিন, তার পরে ছেলেদের ও মেয়েদের বিভাগে বর্ষসেরা গোলকিপারের সেরা তিনের নাম ঘোষিত হলো। গতকাল এসেছে ছেলেদের ও মেয়েদের বিভাগে বছরের সেরা কোচের মনোনয়ন। আর সবার চোখ থাকে যেদিকে, বছরের সেরা ফুটবলারের মনোনয়নের ঘোষণা এল শুক্রবার।
১৭ জানুয়ারি দেওয়া হবে পুরস্কার।ছেলেদের বিভাগে লিওনেল মেসি আর রবার্ট লেভানডফস্কি যে সেরা তিনে থাকবেন, সেটি নিশ্চিতই ছিল। বর্ষসেরা ফুটবলারের আরেক পুরস্কার ব্যালন ডি’অরেও শেষ পর্যন্ত লড়াইটা হয়েছে এই দুজনের মধ্যে—যে লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন মেসি।
এ দুজনের সঙ্গে সেরা তিনে কে থাকবেন, সেটিই ছিল আগ্রহের ব্যাপার। কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হরলান্ড, জর্জিনিওদের পেছনে ফেলে শেষ পর্যন্ত সেরা তিনে মনোনয়ন পেলেন মোহামেদ সালাহ। মেসি এ বছর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন, ঘুচিয়েছেন আর্জেন্টিনার ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা-খরা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন (৪টি), সবচেয়ে বেশি গোল বানিয়েও দিয়েছেন (৫টি), টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও মেসিই! এর বাইরে এই মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার আগে গত মৌসুমে বার্সেলোনার হয়ে লিগের সেরা গোলদাতা হয়েছেন, বার্সাকে কোপা দেল রে-ও জিতিয়েছেন।রবার্ট লেভানডফস্কি আর মো সালাহর কীর্তির সবটুকু ক্লাব ঘিরেই। লেভানডফস্কি বায়ার্ন মিউনিখের হয়ে গোলের পর গোল করে চলেছেন। জার্মান লিগ তো বায়ার্ন বলতে গেলে না চাইলেও জেতে, সে পথে লেভা গড়েছেন এক মৌসুমে সবচেয়ে বেশি ৪২ গোলের রেকর্ড। গত বছর ফিফা দ্য বেস্ট জিতেছিলেন লেভানডফস্কি।
আর সালাহ গত মৌসুমের মতো এই মৌসুমেও লিভারপুলের প্রাণভোমরা। গোল করা, গোল করানো—দুই ভূমিকাতেই আলো ছড়াচ্ছেন। অনেকের চোখে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ও সালাহই! পুরস্কার কী বলে, সেটিই এখন দেখার।বিশ্বের সব জাতীয় দলের কোচ ও অধিনায়ক আর ফিফার নির্বাচিত সাংবাদিকের ভোটের পাশাপাশি ফিফার ওয়েবসাইটে নিবন্ধিত সমর্থকদের ভোট মিলিয়ে হবে সেরার নির্বাচন। ১৭ জানুয়ারি জুরিখে ফিফার সদর দপ্তর থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে জানানো হবে বর্ষসেরার নাম।
বর্ষসেরা খেলোয়াড় ছেলেদের বিভাগ:
রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড জাতীয় দল, বায়ার্ন মিউনিখ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, পিএসজি)
মোহামেদ সালাহ (মিসর জাতীয় দল, লিভারপুল)
আরও পড়ুন: