আপনজন: বিরল প্রজাতির একটি গোলাপি হ্যান্ডফিশের দেখা মিলেছে দীর্ঘ ২২ বছর পর। অস্ট্রেলিয়ার তাসমানিয়ান উপকূলে এর সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।
সবশেষ গোলাপি হ্যান্ডফিশ দেখা মিলেছিল ১৯৯৯ সালে। গবেষকরা এটিকে মোট চারবার দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে প্রায় হেরে যাওয়ায় গোলাপি হ্যান্ডফিশকে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন, তারা আবারও গোলাপি হ্যান্ডফিশের দেখা পেয়েছেন। চলতি বছরের শুরুতে মেরিন পার্কে গভীর সমুদ্রে ক্যামেরা ট্র্যাকিংয়ে এর ছবি ধরা পড়ে। মাছটিকে আগের চেয়ে আরও গভীর এবং আরও উন্মুক্ত জলসীমায় দেখা গেছে।
তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রধান গবেষক নেভিল ব্যারেট বলেন, গোলাপি হ্যান্ডফিশের জীবনাচরণ নিয়ে এটি একটি আশা জাগানিয়া ও চমৎকার আবিষ্কার। এই প্রজাতির অনেকের অতিরিক্ত ‘হাত’ রয়েছে এবং সাঁতার কাটার পাশাপাশি তারা সমুদ্রের তলদেশে ‘হেঁটে বেড়ায়’।
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উপকূলে এ যাবৎ যে ১৪ প্রজাতির হ্যান্ডফিশ দেখা গেছে, তাদের মধ্যে গোলাপি হ্যান্ডফিশ অন্যতম।
উল্লেখ্য, সাধারণ মাছের মতো ফুলকা, আঁশ এবং সাতটি পাখনার সঙ্গে এই প্রাণীর দেহে দেখা যায় একজোড়া হাতের মতো অঙ্গ। এ দুটি অঙ্গের সাহায্যে সমুদ্রতলে চলাফেরা করে তারা। এ জন্যই এর নাম দেওয়া হয়েছে হ্যান্ডফিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct