জৈদুল সেখ,কান্দি,আপনজন: করোনা সংক্রমণ রুখতে জেলা জুড়ে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। বৃহস্পতিবার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলে পড়ুয়াদের করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়। টিকাকরণ কেন্দ্রে পরিদর্শনে এলেন জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী। বুধবার কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় ১৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ৫০০ জন পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হয়।
জেলা শাসক জানান, জেলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক বেড রয়েছে। সংক্রমণ রেট বেশি থাকলেও হাসপাতালে ভর্তির হওয়ার প্রবণতা কম। কান্দি পৌর এলাকাতেও সংক্রমণ বেড়েছে। সতর্কতা জরুরি। শৃঙ্খলাবদ্ধ ভাবে সমস্ত গাইডলাইন মেনে টিকাকরণ চলছে কিনা তা খতিয়ে দেখেন জেলা শাসক। পরিদর্শনের পর কান্দি মহকুমায় টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা শাসক শরদ কুমার ত্রিবেদী। আগামীদিনে কভিড মোকাবেলায় করতে মুর্শিদাবাদ জেলা শাসক, স্বাস্থ্য আধিকারিক, পুলিশ- প্রশাসনের আধিকারিক, পৌর প্রশাসকের উপস্থিতিতে এসডিও অফিসে পর্যালোচনা বৈঠকও হয়। উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাঞ্জন মন্ডল, কান্দি থানার আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, এছাড়াও কান্দি মহাকুমা প্রশাসনের আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct