আপনজন ডেস্ক: সংখ্যালঘু সংগঠন জামায়াতে ইসলামি হিন্দের মার্কাজি তালিমি বোর্ড অনলাইন কনফারেন্সে কেন্দ্রীয় সরকারের প্রতি আর্জি জানিয়েছে, আগামী ২০২২-২৩ বর্ষের বাজেটে সংখ্যালঘু শিক্ষাখাতে যেন ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। ‘আসন্ন বাজেট-২০২২-২৩: শিক্ষা ও সংখ্যালঘু উদ্বেগ’ নিয়ে একটি অনলাইন সেমিনারের আয়োজন করে মারকাজি তালিমি বোর্ড।
বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা বৈঠকে অংশ নিয়েছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মারকাজি তালিমি বোর্ডের চেয়ারম্যান মুজতবা ফারুকি, বাজেট বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. জাভেদ, তালিমি বোর্ডের ডিরেক্টর সৈয়দ তানভির আহমেদ প্রমুখ।
সংগঠনটির তরফে উল্লেখ করেছে, তাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়নি বা এমনকি সংখ্যালঘুদের কতজন শিক্ষার্থী এই প্রকল্পগুলি থেকে উপকৃত হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার গত বছরের বাজেটে সংখ্যালঘুদের জন্য শিক্ষা ব্যয় হ্রাস করেছে। সংখ্যালঘুদের জন্য বরাদ্দ ৫,০০০ কোটি টাকা থেকে কমিয়ে ৪,৮০০ কোটি টাকা করা হয়েছে। যেখানে বর্তমানে তাদের শিক্ষার চাহিদা পূরণের জন্য কমপক্ষে ১০,০০০ কোটি টাকা প্রয়োজন। জামায়াতে উসলামি হিন্দ আরও জানায়, যে কোনও গণতান্ত্রিক দেশে সংখ্যালঘুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব, একটি প্রকল্প বা পরিকল্পনা তৈরি করার সময় সর্বদা তাদের মজবুত উন্নয়নের কথা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত তাদের শিক্ষা বাজেট। সংখ্যালঘুদের ক্রমবর্ধমান শিক্ষাগত চাহিদার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে, তাদের শিক্ষাগত অনগ্রসরতার পরিপ্রেক্ষিতে জামায়াত দাই তাবি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের বাজেট বরাদ্দ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করুক। আরও বলা হং, উচ্চশিক্ষায় প্রাথমিক হওয়ার জন্য একটি বিশাল অর্থের প্রয়োজন, যার জন্য বিশেষত অনগ্রসর এবং সুবিধাবঞ্চিত শ্রেণির জন্য আর্থিক সহায়তা অপরিহার্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct