আপনজন ডেস্ক: গুজরাতের অন্যতম শহর সুরাটের ট্যাংকার থেকে রাসায়নিক গ্যাস লিকের ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০জন। মৃতদের সবাই শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে।
স্থানীয় পুলিশ ও সুরাটের সিভিল হাসপাতালের ইনচার্জ ওমকার চৌধুরী জানানিয়েছ, ভোর চারটার দিকে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (ডিআইডিসি) সাচিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডিআইডিসি এলাকায় একটি কোম্পানির রাসায়নিক ভর্তি ট্যাংকার থেকে বর্জ্যপদার্থ বের করে নর্দমায় ফেলার সময় বিপত্তি বাঁধে। ট্যাংকারে জেরি রাসায়নিক ছিল বলে ধারণা করা হচ্ছে। রাসায়নিক গ্যাস বাতাসের সংস্পর্শে আসামাত্রই দুর্ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় কাছেই একটি চায়ের দোকানে বসে বহু শ্রমিক চা খাচ্ছিলেন। রাসায়নিক গ্যাস লিকেজের পর তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত অসুস্থদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ৬ জন। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct