নিজস্ব প্রতিবেদক,চাঁচল,আপনজন: হাত শিবিরে ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চাঁচল-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান আলম। খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামপুর বুথে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের হাত ধরে দলে যোগ দেন শাহজাহান। একইসঙ্গে খরবা গ্রাম পঞ্চায়তের প্রাক্তন প্রধান লতিফুর রহমান ও খরবা গ্রাম পঞ্চায়তের কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজি জাহাঙ্গীর আলম সহ প্রায় শতাধিক কর্মী ওসমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় চাঁচলের খরবায় ওই যোগদান শিবিরে তৃণমূলের পতাকা ধরেন খরবা পঞ্চায়েত প্রাক্তন প্রধান লতিফুর রহমানও। শূধু তাই নয়,খরবা অঞ্চলের কংগ্রেসের দাপুটে নেতা জাহাঙ্গীর আলমও দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন এদিন।প্রায় শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।
তৃণমূলে যোগদানকারি কংগ্রেসের কর্মাধ্যক্ষ শাহজাহান আলম জানান,স্ব ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়নে আপ্লুত হয়ে ঘাসফুলে পদার্পণ করলাম।
চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন,আমি সবেমাত্র চাঁচলে পা রেখেছি। তবে আমাকে ভালোবাসে সবাই কাছে আসছেন।উন্নয়ন সব গ্রামেই হচ্ছে। সবাই স্বইচ্ছায় যোগ দিচ্ছে। যদিও চাচোল ১ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আনজারুল হক এর অভিযোগ, প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই দল বদল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কোনো প্রভাব পড়বে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct