আপনজন ডেস্ক: আরও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন সৌদি মহিলারা। এবার ট্রেনের স্টিয়ারিং ধরবেন তারা। সেই লক্ষ্যেই জোরদার প্রশিক্ষণ চলছে। এর আগে সৌদি বাদশা সেদেশের মেয়েদের গাড়ি চালানোর ব্যাপারে অনুমতি দিয়েছিলেন। তার পর থেকে বিভিন্ন রাস্তায মেয়েদেরকে একআ গাড়ি চালিযে তদের সন্তানকে স্কুলে কিংবা বাজার করতে দেখা যায়। এছাড়া চাকরি ক্ষেত্রেও নানা সুযোগ রয়েছে। ডাক্তারি পাশ করলেই এখন সৌদি মহিলাদের সরকারি চাকরি সহজেই মেলে। এবার তারা ট্রেন চালাতে চলেছেন।
সৌদি আরবে মক্কা-মদিনার মধ্যে চলাচল করে দ্রুতগতির ট্রেন আল-হারামাইন। এই ট্রেন চালানোর জন্য দেশটির নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের ২ জানুয়ারি থেকেই সৌদি নারীরা ট্রেন পরিচালনা করবে। সৌদি রেলওয়ে পলিটেকনিক প্রথম দলে ৫০ জন সৌদি নারীকে প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে। প্রশিক্ষণার্থীদের বয়স ২২ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ও নিরাপত্তা ব্যবস্থা, রেলওয়ের অর্থনীতি, যোগাযোগ, যান্ত্রিক ব্রেক সিস্টেম এবং ইঞ্জিনসহ পরিবহণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের সব কিছু শেখানো হচ্ছে এই প্রোগ্রামটিতে। সৌদি আরবে কিছুদিন আগেও ট্রেন চালানোকে ‘পুরুষদের পেশা’ হিসাবে দেখা হতো। খবরে বলা হয়েছে, প্রশিক্ষণটি এক বছর ধরে চলবে। এই সময়ে প্রশিক্ষণার্থীরা মৌখিক এবং ব্যবহারিক পাঠ গ্রহণ করবে। ১৫ জানুয়ারি থেকে জেদ্দায় ক্লাস শুরু হবে। এই প্রোগ্রামে যোগদানের ফলে প্রশিক্ষণার্থীদের চিকিৎসা বিমা, সাধারণ অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্সুরেন্সে রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণের সময়কালে মাসিক ৪ হাজার সৌদি রিয়াল বোনাসসহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct