অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির তরফে পালন করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের উত্তমাশা ক্লাবের মাঠে বুধবার সকালে ঘুড়ি উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন পালন করা হয়। ঘুড়ির গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানোর পাশাপাশি লিখা রয়েছে মাস্ক পড়ুন এবং করণা সম্পর্কিত বিধি মেনে চলুন। পাশাপাশি, করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট থানা মোড় এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী জানান, 'আজ বাংলার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন। তাই বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা উত্তমাশা মাঠে ঘুড়ি ওড়ানোর মধ্যে দিয়ে একটি অভিনব ভাবে মুখ্যমন্ত্রী জন্মদিন পালন করলাম।সম্পূর্ণ করোনা সম্পর্কিত বিধিনিষেধ মেনেই আমরা মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করলাম।'
পাশাপাশি, জেলা মহিলা নেত্রী আরো জানান, 'ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে চাইলাম; আগামীতে পুরসভা,পঞ্চায়েত ও ২০২৪ শে লোকসভা নির্বাচন আসছে। তাতে আমরা মোদিকে ভোকাট্টা করে দেব। ঘুড়ির লাটাই আমাদের হাতে আছে। সুতরাং, দিদি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সেই বার্তাও রইল এবং দিদির সুস্থ থাকার ও দীর্ঘায়ু সহ সকল সফলতা কামনা করলাম আমরা ভগবানের কাছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct