আপনজন ডেস্ক: দিনের খেলা শেষ! সে তো হয়ই, ম্যাচের প্রতিবেদন লিখতে গিয়ে এটা এত ঘটা করে বলা কেন, তা বুঝতে একটা দৃশ্যের কথা বলতে হবে। মোহাম্মদ শামির করা দিনের শেষ বলটা ঠেকিয়েই প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করলেন ডিন এলগার। যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন! ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা আজ জোহানেসবার্গে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ১১৮ রান তুলে। জয়ের জন্য আর মাত্র ১২২ রান দরকার এলগারের দলের। কিছু না ভেবে ম্যাচ প্রতিবেদনের এ অংশটুকু পড়ে গেলে অনেকের কাছেই এটা খুব সহজ মনে হতে পারে। কিন্তু জোহানেববার্গের পিচ আর ৪৬ রান নিয়ে উইকেটে থাকা এলগারের ইনিংসটির দিকে তাকালে এ লক্ষ্যকে আর সহজ মনে হবে না!
এলগার এই রান করতে খেলেছেন ১২১টি বল। চার মেরেছেন মাত্র দুটি, অসমান বাউন্সের পিচে তাঁকে লড়াই করেই রান তুলতে হয়েছে। কিন্তু এলগারের মধ্যে ছিল উইকেটে থাকার চোয়ালবদ্ধ পণ। এ কারণেই হয়তো দু–একবার বল হেলমেটে লাগলেও ধকল কাটিয়ে উঠে আবার ব্যাট ধরেছেন। দিনের শেষ ওভারে তো শামির একটি বল হঠাৎ লাফিয়ে উঠে তাঁর বাহুতে লাগে। কিন্তু এলগার টলেননি। রবিচন্দ্রন অশ্বিনের বলে কিগান পিটারসেন আউট হয়ে যাওয়ার পর সঙ্গী র্যাসি ফন ডার ডুসেনকে (৩৭ বলে ১১*) নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন। তৃতীয় উইকেট জুটিতে তাঁরা দুজনে মিলে ৭৬ বলে ২৫ রান তুলে অবিচ্ছিন্ন আছেন। সব মিলিয়ে পিচের কারণেই ম্যাচের চতুর্থ দিনে রোমাঞ্চ দেখার অপেক্ষায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct