ওয়াসিফা লস্কর,মগরাহাট,আপনজন: থানা থেকে ঢিলছোড়া দূরত্বে রমরমিয়ে চলছিল ভুয়ো চিকিৎসক দিয়ে ওষুধ ব্যবসা। আর এই ঘটনা সংবাদমাধ্যমের নজরে এলে পুলিশ আটক করে ভু্য়ো চিকিৎসককে। আটক ভুয়ো চিকিৎসক লুইজ ফিলিপ পার্কস্ট্রিটের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লুইজ ফিলিপ নিজের প্রেসক্রিপশন প্যাডে একাধিক ভুয়ো ডিগ্রী ছাপিয়ে গত কয়েকমাস ধরে মগরাহাটের ধামুয়া, বানেশ্বরপুর সহ মগরাহাট থানার ঢিল ছোড়া দূরত্বে একাধিক ওষুধের দোকানে বসে রোগী দেখতেন। সম্প্রতি বেশ কয়েকজন রোগী চিকিৎসকের কাছে গিয়ে তাদের সন্দেহ হয়।এর পরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। আটক চিকিৎসকের দাবি, ওষুধ কোম্পানির মাধ্যমে মগরাহাটে তাকে রোগী দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। এই চক্রের পেছনে আর কারা আছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে এই ঘটনায় মেডিকেল শপের মালিক কোনও মন্তব্য করতে চাননি। ডায়মন্ড হারবারের স্বাস্থ্য জেলা আধিকারিক ডা.দেবাশীষ রায়ও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে এই ঘটনায় মগরাহাট ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct