সাদ্দাম হোসেন মিদ্দে,ভাঙড়,আপনজন: করোনার প্রকোপ বাড়ায় ফের লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি মাসের ৩ তারিখে থেকে কার্যকর হয়েছে লকডাউনের নির্দেশিকা। নতুন বছরে নতুন নির্দেশিকা ও করোনা বিধি মেনে চলার আহ্বান জানাতে পথে নামল ভাঙড় ১ এবং ২ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। পাশাপাশি পথে নেমেছে ভাঙড় ও কাশিপুর থানা।
একদিকে সোমবার বাসন্তী হাইওয়ের উপর ঘটকপুকুর বাজারে সচেতনতার বার্তা দেন ভাঙড় ১ পঞ্চায়েত সভাপতি শাহজাহান মোল্লা, বিডিও দীপ্যমান মজুমদার ও ভাঙড় থানার আইসি রেজাউল কবির। তাঁদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ঝর্ণা মন্ডল। এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ও ঘটকপুকুর ট্রাফিক গার্ডের সদস্যরা।
অপরদিকে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম ও বিডিও কার্তিক চন্দ্র রায় পথে নামেন কাশিপুর থানার ওসি প্রদীপ পালকে নিয়ে। মঙ্গলবার বাগজোলা খালের ধারে শোনপুর ও গাবজলা বাজারে তাঁরা সচেতনতার বার্তা দেন। মাইকে প্রচার চালানোর পাশাপাশি মাকস বিতরণ করা হয়।
ভাঙড় ১ এবং ২ পঞ্চায়েত সমিতি এবং ভাঙড় ও কাশিপুর থানার পক্ষ থেকে সঠিক পদ্ধতিতে নিয়মিত মাকস ব্যাবহারের আবেদন জানানো হয়েছে। করোনা বিধি মেনে চলতে অনুরোধের পাশাপাশি বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ও দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct