আপনজন ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ১০ স্থাপনা ভাঙার নির্দেশ ইসরাইলি কর্তৃপক্ষের।
এসব স্থাপনার মধ্যে ঘরবাড়ি ছাড়াও মসজিদ রয়েছে। সোমবার স্থানীয় প্রশাসন এ নির্দেশ দেয়।
পশ্চিমতীরের বেথেলহেম শহরের মেয়র সালাহ ফানাউন জানান, অনুমোদন না নেওয়ার অজুহাতে ফিলিস্তিনের নাহালিন নামে গ্রামটির মসজিদসহ ১০টি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরাইলের প্রশাসন। মসজিদ ছাড়াও চার গ্রামবাসীর বাড়ি রয়েছে এ তালিকায়। ওই এলাকাটির প্রশাসনিক ক্ষমতা ও নিরাপত্তার দায়িত্ব ইসরাইলিদের হাতে।
১৯৯৫ সালে অসলোতে ইসরাইল ও তৎকালীন ফিলিস্তিনের কর্তৃপক্ষ পিএলওর সঙ্গে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি হয়েছিল।
জাতিসংঘ জানিয়েছে, অসলো চুক্তির দোহাই দিয়ে ২০২১ সালে ফিলিস্তিনিদের ৭৬৮টি ঘরবাড়ি ভেঙে ফেলেছে ইসরাইল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct