আপনজন ডেস্ক: স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে স্কুলগুলিতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অধীনে ‘সূর্য নমস্কার’ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের বিরোধিতা করে বলেছে, ‘সূর্য নমস্কার’ সূর্য পূজার একটি রূপ (সূর্যের উপাসনা) এবং ইসলাম এটির অনুমতি দেয় না। এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি মুসলিম শিক্ষার্থীদের প্রতি বলেছেন তারা যেন ‘সূর্য নমস্কার’ অনুষ্ঠানে অংশ না নেয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো
আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের স্কুলগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। খালিদ সাইফুল্লাহ রহমানি এক বিবৃতিতে বলেছেন, ‘স্কুল এডুকেশন সেক্রেটারি এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে ৩০,০০০ বিদ্যালয়ে সূর্য নমস্কার পরিচালনার নির্দেশ দিয়েছে, যা সংবিধানে প্রদত্ত অধিকারের পরিপন্থী।’
তিনি বলেন, ‘সরকার স্কুলগুলিকে ১ জানুয়ারি থেকে এটি পরিচালনা করার নির্দেশ দিয়েছে এবং ২৬ জানুয়ারি থিমের উপর একটি সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।’
তিনি অভিযোগ করেন, “সূর্য নমস্কার অসাংবিধানিক এবং মিথ্যা দেশপ্রেম। কারণ দেশের সংখ্যালঘুরা প্রতিমা পূজায় বিশ্বাস করে না... সুতরাং এটি আরোপ করা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং সরকারকে এটি থেকে বিরত থাকতে ও দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য অনুসরণ করা উচিত।’
রহমানি ফোনে সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, ‘খ্রিস্টানসহ সংখ্যালঘুরা প্রতিমা পূজা মেনে চলে না এবং সূর্যকে ঈশ্বর হিসেবে বিবেচনা করে না তাই আমরা এই বিষয়টি সরকারের কাছে বলতে চেয়েছিলাম।
তিনি আরও বলেন, মুসলিম পড়ুয়াদের এই কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকা উচিত।
উল্লেখ্য, গত মোসে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী অমৃত মহোৎসব উদযাপনের স্মরণে, ফেডারেশন ৩০টি রাজ্যে ৭৫০ মিলিয়ন সূর্য নমস্কারের একটি প্রকল্প চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে ৩০,০০০ প্রতিষ্ঠান এবং ৩ লক্ষ শিক্ষার্থী ১ জানুয়ারী থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত জড়িত থাকবে। ২০২২ সালের ২৬ জানুয়ারি সূর্য নমস্কার-এর সঙ্গে সঙ্গীত পরিবেশনের পরিকল্পনার কথাও বলা হয়েছে। অনেক রাজ্যে ১ জানুয়ারি সরকারি কর্মকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct