আপনজন ডেস্ক: তৃতীয়বার যদি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে রাজ্যবাসীকে রেশনের জন্য দোকানে গিয়ে লাইন দিতে হবে না। রেশন পৌঁছে যাবে সবার বাড়িতে। এর নাম দেওয়া হয় দুয়ারে রেশন প্রকল্প। এতে রাজ্যবাসীর মনে আশার সঞ্চার হয়। এমন ঘোষণার পর একলাফে মমতার জনপ্রিয়তাও তুঙ্গে।সেই মতো বিপুল ভোটে জয় পায় মমতার দল তৃণমূল কংগ্রেস। তবে প্রকল্পটি চালুর পরই এ নিয়ে ডিলাররা প্রশ্ন তুলেছেন। গত বছর ১৬ নভেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মমতা। সেদিন তিনি বলেন, 'এবার আর রাজ্যবাসীকে রেশন পেতে রেশনের দোকানে দোকানে ছুটতে হবে না, লাইন দিতে হবে না। রাজ্য সরকার বিভিন্ন এলাকায় গিয়ে প্রতিটি পরিবারের হাতে এ রেশন তুলে দেবে। এই প্রকল্প চালু হওয়ায় রাজ্যের ১০ কোটি মানুষ বাড়িতে বসেই রেশন পাবেন।' পশ্চিমবঙ্গে রেশন ডিলার আছে ২১ হাজার। প্রতিটি পরিবারের হাতে রেশন পৌঁছে দেওয়ার কথা ডিলারদের। কিন্তু সরকারের সিদ্ধান্তে ডিলারদের একাংশ ক্ষুব্ধ। তাঁদের দাবি, এভাবে ঘরে ঘরে গিয়ে রেশন বিতরণ করাটা অসম্ভব। রেশন বিতরণের কোনো অবকাঠামোও নেই। দুয়ারে রেশন নয়, দোকানে এসে রেশন নিন। এই দাবিতে অনড় ডিলারদের একাংশ কলকাতা হাইকোর্ট ও ভারতের সুপ্রিম কোর্টেরও শরণাপন্ন হন। তবে আদালত থেকে কোনো ইতিবাচক সাড়া পাননি তাঁরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct