জৈদুল সেখ,কান্দি,আপনজন: সোমবার সকাল থেকেই মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন বাজার হাটে দেখা গেল অসচেতনতার চিত্র। করোনা মহামারীর যেন বিন্দুমাত্র ভূক্ষেপ নেই এই সমস্ত মানুষের কাছে। পথ চলতি মানুষ থেকে শুরু করে দোকানদার বেশিরভাগ ক্ষেত্রেই মুখে নেই মাস্ক। যদিও ক্যামেরার সামনে কেউ কেউ মাস্ক পড়ে নিচ্ছেন! কান্দী বাসষ্ট্যান্ড পুরন্দপুর, গোকর্ণ, জীবন্তিতে একই চিত্র দেখা গেল। কিন্তু অবাক করা চিত্র দেখা গেল জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় বেশিরভাগ গ্রাহকদের মাস্ক ছাড়াই লম্বা লাইন এবং ব্যাঙ্কের ভিতরে গাদাগাদি ভিড়। এমন অসচেতনতা থাকলে আদৌ ওমিক্রন বা করোনা ভাইরাস হাত থেকে মানুষ রেহাই পাবে উঠছে প্রশ্ন।
যদিও এ বিষয়ে মানুষকে সচেতন করতে সোমবার বিকেলে কান্দি বাসস্ট্যান্ড চত্বরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে সাধারণ মানুষদের মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ চন্দ্র ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিক। পাশাপাশি মাস্ক বিলি করে কান্দি পুলিশ প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct