সঞ্জীব মল্লিক,বাঁকুড়া,আপনজন: সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও আজ থেকে শুরু হল ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ প্রথম ডোজ দেওয়া। আজ বাঁকুড়া জেলার বঙ্গ বিদ্যালয়ে জেলার ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভ্যাকসিনের টিকাকরণের অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক অলকা সেন মজুমদার, বাঁকুড়া জেলা মাধ্যমিক শিক্ষক সেলের সভাপতি গৌতম দাস, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ চৌধুরী ও স্বাস্থ্য দপ্তর কর্মী আধিকারিকরা। আজ বাঁকুড়া জেলায় মোট চব্বিশটি কেন্দ্র থেকে ষোলো হাজার টিকাকরণ এর লক্ষ্যমাত্রা রেখেছে জেলা প্রশাসন। মূলত ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র ছাত্রীদেরকে জেলার সবকটি ব্লক এর বিভিন্ন স্কুলে কোভিড টিকাকরণের প্রথম ডোজ দেওয়া হবে আজ। ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট স্কুলে গিয়ে কো- উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ টিকাকরণ নেবে।
১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরনের হলে বিপুলসংখ্যক মানুষ আজ টিকাকরণ এর আওতায় এলো। এর ফলে করোনার বিরুদ্ধে লড়াই অনেকটাই সাহায্য হবে বলেই দাবি জেলা প্রশাসনের। অন্যদিকে করোনার বাড়বাড়ন্তে সরকারি নির্দেশিকা মেনে আজ থেকে রাজ্যের সর্বত্রই বন্ধ হচ্ছে স্কুল কলেজে পঠনপাঠন। এই পরিস্থিতিতে পড়াশোনা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে।পাশাপাশি আজ করোনার প্রথম ডোজ প্রতিষেধক হিসাবে পেয়ে খুশি জেলার ছাত্র ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct