আপনজন ডেস্ক: করোনার নতুন ধর ওমিক্রন আক্রান্ত হয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি। তাঁকে কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসটির দাপট নতুন করে দেখা দিয়েছে। গত ২৫ নভেম্বর ধরনটি প্রথম শনাক্ত হওয়ার খবর সামনে আনেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। তাঁরা জানান, পুরো দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশ বতসোয়ানাজুড়ে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এরপর তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।বিবৃতিতে বতসোয়ানা সরকার জানিয়েছে, রুটিনমাফিক প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তাঁর শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে। তবে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তিনি চিকিত্সকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট স্লামবার তিসোগওয়ানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
আয়ান খামার পদত্যাগের পর ২০১৮ সালে বতসোয়ানার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ৬০ বছর বয়সী মাসিসি। ২০১৯ সালে পুনর্নির্বাচিত হন তিনি।
করোনার সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বতসোয়ানায় এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫০৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪৪ জনের।
এদিকে সম্প্রতি করোনার টিকার বুস্টার ডোজ কার্যক্রম চালু করেছে বতসোয়ানা। পাশাপাশি টিকা গ্রহণের জন্য বয়সসীমাও কমিয়ে আনা হয়েছে। দেশটিতে এখন বয়স ১২ বছর হলেই করোনার টিকা নেওয়া যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct