কুতুবউদ্দিন মোল্লা,ক্যানিং,আপনজন: আবারো ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণের। সরকারি ভাবে বিভিন্ন বিধি নিষেধ জারি হয়েছে। সাধারণ মানুষ যাতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করেন,দুরত্ব বিধি বজায় রাখেন সেই কারণে,সতর্ক করতে মাইক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়লেন বিধায়ক পরেশরাম দাস।সোমবার ক্যানিং বিভিন্ন প্রান্তে সচেতনতার অভিযান চালিয়ে সাধারণ পথযাত্রী থেকে শুরু করে ত্রেতা-বিক্রেতা,গাড়ির চালক ও যাত্রীদেরকে সচেতন করে তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এছাড়া বিধায়ক পরেশরাম দাস বলেন ‘আবারও সংক্রমণ বাড়ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং সরকারী বিধি নিষেধ মেনে চলতে হবে।হার মানাতে হবে করোনা ও ওমিক্রন কে। সচেতন প্রচারে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস,ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস,জেলাপরিষদ সদস্য সুশীল সরদার সহ একাধিক সরকারী কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct