জৈদুল সেখ,কান্দি,আপনজন: পড়ুয়া সপ্তাহ পালন কর্মসূচির অংভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে ওসির করা মামলায় আজ আত্মসমর্পণ করলেন।
এদিন হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদারের এজলাসে আত্মসমর্পণ করলেন।
সোমবার বিধায়ক হুমায়ুন কবির বলেন, আপনারা সকলেই জানেন গত এক সপ্তাহ ধরে একটি বিষয়কে কেন্দ্র করে জল ঘোলা হচ্ছে। আমি বলতে চেয়েছিলাম তৃণমূল দলের প্রগ্রাম কে কোথায় করবে তার দায়িত্ব আমাদের তৃণমূল নেতৃত্ব ঠিক করব, ওসি ঠিক করার কে? সে আইন কানুন দেখুক ওটা তার দায়িত্ব।
প্রসঙ্গত গত ২৬ শে ডিসেম্বর ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেন। আর সেই স্বতঃপ্রণোদিত মামলা রুজুর পর সোমবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কান্দি মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন এবং ১০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন নিলেন।
কান্দি মহকুমা আদালত সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ, ২০২২ পরবর্তী শুনানি রয়েছে হুমায়ুন কবিরের এই মামলার পরিপ্রেক্ষিতে।
উল্লেখ্য, তিনি ভরতপুর থানার ওসি রাজু মুখার্জির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বলেছিলেন, ‘টারজানকে ওসি ফোন করেছিল আমি টারজানকে পরিষ্কার বলে দিয়েছি তুমি ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে বলছি। যদি ওসি থাকার ইচ্ছে থাকে ভরতপুরে। আর তা না হলে ৪৮ ঘণ্টার মধ্যে তোমাকে এখান থেকে বাধ্য করবো তাবরি গোটাতে, থানার সামনে গিয়ে বসবো পায়ে টেবিলের উপর পা দিয়ে তখন ঠিক বুঝতে পারবে হুমায়ুন কবির কি জিনিস। অটোমেটিক তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে।’
আর এই মন্তব্যের জেরে জেলার রাজনীতিতে ক্রমশ জলঘোলা হচ্ছিল। আর তারপর গতকাল সোমবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু মুখার্জি। সেই মামলায় আজ আত্মসমর্পণ করলেন হুমায়ুন কবির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct