রাকিবুল ইসলাম,বহরমপুর,আপনজন: ফের হু হু করে বাড়ছে রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে ওমিক্রনের দাপট। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাশ টানতে বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। সেইমতো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক কেন্দ্রগুলি। সোমবার থেকে বন্ধ করে দেওয়া হল মুর্শিদাবাদের হাজারদুয়ারী প্যালস। এদিন প্যালেসে এসেও বন্ধ থাকায় গেটের বাইরে থেকেই হতাশ হয়ে ফিরে যেতে হয় সমস্ত পর্যটকদের।
তবে পর্যটনের এই ভরা মরসুমে ফের হাজারদুয়ারী সহ অন্যান্য পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়ায় হতাশ ব্যবসায়ীরা। তবে কি করোনার বাড়াবাড়িতে আবারও লকডাউন? আবারও ব্যাপক ক্ষতির আশস্কায় জেলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী থেকে সাধারন মানুষেরা বলে জানান এক ব্যবসায়ী সুকান্ত আচার্য্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct