আপনজন ডেস্ক: ভারতে হঠাৎ করোনার সংক্রমণ বূদ্ধির অন্যতম কারণ খুঁজে পাওয়া গিয়েছে। নববর্ষ উদযাপনের পর হঠাৎ করেই দেশের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রমণের হার বেড়েছে। আর এই তালিকায় শতাংশের হিসেবে সবার ওপরে রয়েছে গোয়া রাজ্য। এদিন গোয়ায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়। সেখানে করোনা শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। গোয়ায় বর্তমানে অ্যাকটিভ রোগী রয়েছেন এক হাজার ৬৭১ জন। বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ডিসেম্বরের শেষের দিক থেকে গোয়াতে প্রচুর পর্যটক দেখা গেছে। জানা গিয়েছে, উৎসব পালন করতে প্রচুর পর্যটক ভ্রমণ করায় করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের হার ১০ দশমিক সাত শতাংশ ছাড়িয়ে গেছে। রবিবার উত্তর গোয়ার একটি জনপ্রিয় পর্যটন স্পটে বিপুল ভিড়ের একটি ভিডিও টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, উত্তর গোয়ার বাগা সমুদ্র সৈকতের কাছে একটি রাস্তায় শত শত মানুষ হাঁটছেন। অন্যদিকে করোনার সংক্রমণ বাড়ায় রাজ্যের স্কুল-কলেজের ওপর ২৬ জানুয়ারি পর্যন্ত বিধিনিষেধ জারি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতের কারফিউ সোমবার বা মঙ্গলবার রাজ্য প্রশাসন জারি করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct