নাজিম আক্তার,চাঁচল,আপনজন: মালদহের চাঁচল-১নং ব্লকের পাহাড়পুরে অ্যাডামস পাবলিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রবিবার।ফিতে কেটে উদ্বোধন করেন সন্তোষপুর কাতলামারী হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক খোশ মহম্মদ বিশ্বাস।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।আলোচনায় অংশ গ্রহণ করেন চাঁচল কলেজের অধ্যাপক মঈন শেখ,বেজপুরা হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ রাহানুল আলম, বিএসবি হাই স্কুলের সহ শিক্ষক মহম্মদ হাবীবুল্লাহ, তুলসিহাটা হাই স্কুলের সহ শিক্ষক আনওয়ারুল হক,সাদিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষাবিদগণ।এদিনের সভায় স্বাগত বক্তব্য দেন শিক্ষক মহম্মদ জসীমউদ্দীন।সভায় সভাপতিত্ব করেন টালবাংরুয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান।অ্যাডামস পাবলিক স্কুলের পরিচালক ওবাইদুল্লাহ বলেন, ‘এই স্কুলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন পাঠন শুরু হতে যাচ্ছে।সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে।এখানে শিক্ষা অর্জন করার সঙ্গে সঙ্গে একজন পড়ুয়া উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে পারবে এই আশা করছি।’এদিনের সভায় পড়ুয়াদের দ্বারা পরিবেশিত সংগীত ও মূকাভিনয় ভিন্ন মাত্রা প্রদান করে।সমগ্র সভাটি সঞ্চালনা করেন শিক্ষক উমার ফারুক।এদিন ব্লক তৃণমূল সভাপতি শফিউজ্জামান শেখ বলেন আজ তৃণমূল কংগ্রেস দল ২৫ বছরে পা দিল।এদিন যথাযথ মর্যাদার সাথে এই দিনটিকে পালন করা হয় বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct