অমরজিৎ সিংহ রায়,বালুরঘাট,আপনজন: পড়ুয়া সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন বিভিন্ন প্রকার ‘বৃত্তি’ সম্পর্কিত বিষয়ে বক্তব্য রাখলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা।
করোনা আবহে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের তরফে ভার্চুয়াল বা অনলাইনে আয়োজিত এই সচেতনতা মূলক আলোচনা সভায় রবিবার বক্তব্য রাখেন জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগ দফতরের আধিকারিক পার্থ প্রতিম সরকার, জেলা মাইনোরিটি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক অতনু মন্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন কুমার পাত্র প্রমুখরা। নানারকম স্কলার্শিপ সম্পর্কে পড়ুয়াদের অবগত করেন তাঁরা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালনের নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য শিক্ষা দফতরের তরফে। সেখানে, করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই অনলাইনে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। প্রথম বছর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও গণিত ইত্যাদি তিনটি বিষয়ে ভর্তি হওয়া পড়ুয়ারা ভার্চুয়ালি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় জানান, গতবছর পথ চলা শুরু করে এই বিশ্ববিদ্যালয়।
আটটি নতুন ইউনিভার্সিটি হয়েছে। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি একটি।
এটি একটি স্টেট এডেড ইউনিভার্সিটি। এবছর প্রথম পড়ুয়া সপ্তাহ পালন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের তরফে নানা রকম কর্মসূচির আয়োজন করা হয়েছে। কোভিড সর্তকতা মেনে সমস্ত কর্মসূচি অনলাইনে চলছে।
পরবর্তীতে রাজ্য সরকারের তরফে কোভিড সম্পর্কিত যেমন নির্দেশিকা আসবে সেই অনুসারে আগামী দিনগুলিতে কার্যক্রম এগিয়ে চলবে। কোনওববেই করোনা বিধিকে উপেক্ষা করা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct