কুতুবউদ্দিন মোল্লা,গোসাবা,আপনজন: কুলতলী থানার অন্তর্গত কেল্লা ডোঙ্গাজোড়া শেখপাড়ার পর গোসাবার লাহিড়ীপুরের চরঘেরীতে সুন্দরবনের বাঘের পদচিহ্ন দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়। আবার শনিবার রাতেই গোসাবার কুমিরমারী গ্রামপঞ্চায়েতেয় বাগনা অফিস পাড়া গ্রামে সুন্দরবনের বাঘের পদচিহ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।এমনকি তাদের নজরে পড়ে যায়। এলাকার বাসিন্দা হরিপদ মন্ডল কলাবাগানে সুন্দরবনের বাঘমামা ঘাপটি মেরে বসে রয়েছে। রাতের অন্ধকারে বাঘ মামার উপস্থিতিতে এলাকায় শোরগোল পড়ে যায়। গ্রামবাসীরা টর্চ লাইট আর লাঠি নিয়ে সতর্ক ভাবে নজর রাখতে শুরু করেন।বাঘমামার উপস্থিতির খবর পেয়ে বনদফতরের কর্মীরা রাতের অন্ধকারেই হাজীর হয় ঘটনাস্থলে। সেখানে সুন্দরবনের বাঘ মামার উপস্থিতি বুঝতে পেরেই কোন রকম ঝঁকি না নিয়েই প্রথমে এলাকাটি জালদিয়ে ঘিরে ফেলেন বনকর্মীরা। পরে ঘুমপাড়ানী গুলি চালিয়ে কাবু করেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কে।কাবু হতে জালদিয়ে জড়িয়ে তাকে খাঁচা বন্দী করা হয়।আপাতত বাঘটিকে পর্যবেক্ষনে রেখেছেন বনদফতরের কর্মীরা। সুস্থ হলেই সুন্দরবনের কোন এক গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে আতঙ্কের হাত থেকে বাঘ খাঁচা বন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাগনা মাষ্টার পাড়া গ্রামে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct