সেখ রিয়াজুদ্দিন,বীরভূম,আপনজন: নতুন বছরের দ্বিতীয় দিনে ফের ঝাঁপিয়ে সামনে,করোনা সচেতনতা জেলা পুলিশের মাইকিং প্রচার অভিযানে। হ্যাঁ, সবেমাত্র নতুন বছরের দ্বিতীয় দিন, পিকনিক, ট্যুর ইত্যাদির হাতছানি। ঠিক তখনই করোনার ঊর্ধমুখী গ্রাফ ভাবিয়ে তুলেছে বিভিন্ন মহলে। মাত্র দিন কয়েকের ব্যবধানে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। রবিবার বীরভূমে মোট আক্রান্তের সংখ্যা ১৩০। এরূপ পরিস্থিতিতে আশঙ্কা ঘনীভূত হয়েছে জেলা প্রশাসন মহলে। তড়িঘড়ি জেলা প্রশাসনের নির্দেশে প্রতিটি থানার উদ্যোগে করোনা সচেতনতার বার্তা দিতে শুরু, চলছে মাইকিং প্রচার অভিযান। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং অযথা ভিড় না করার আহ্বান জানানো হয়। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সমস্ত থানা এলাকার মধ্যে শুরু করে দেওয়া হয় করোনা সচেতনতা মূলক প্রচার অভিযান। অনুরূপ ভাবে সদাইপুর থানার ওসি মহঃ মিকাইল মিঞার তৎপরতায় অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে মাইকিং সহযোগে করোনা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার,সামাজিক দূরত্ব বজায়,ভিড় এড়িয়ে চলা এমনকি এই থানার আওতাধীন পিকনিক স্পট নীল নির্জন সেখানে ও আগামী কাল থেকে ভীড়, জমায়েত তথা পিকনিক স্পট গুলি ও বন্ধ থাকার প্রচার চালানো হয়। এদিন এলাকার বিভিন্ন স্থানে পথচারী সহ পিকনিক করতে আসা মাক্স হীন ব্যাক্তিদের মধ্যে মাক্স বিতরণ করেন নিজ হাতে এবং করোনা বিধি তথা সরকারি নিয়মনীতি মেনে চলা ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এএসআই আব্দুস সামাদ সহ অন্যান্য সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে স্থানীয় বাজার, বাসস্ট্যান্ড সহ জনবহুল এলাকায়ও মাইকিং -এ প্রচার অভিযান চালানোর চিত্র দেখা যায়। অনুরূপ ভাবে দুবরাজপুর, নলহাটি সহ সমস্ত থানা এলাকায় প্রচার অভিযান চালানোর খবর পাওয়া যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct