আপনজন ডেস্ক: ফল ও সবজি প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞাটি ফ্রান্সে শীঘ্রই কার্যকর হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকার বলেছে যে বিশ্বব্যাপী দূষণ আরো খারাপের দিকে গেছে। একবার ব্যবহারের মতো প্লাস্টিক পর্যায়ক্রমে বন্ধ করার আহ্বানও জানানো হয়েছে। নতুন আইনে গাছসহ রসুন, গাজর, টমেটো, আলু, আপেল, নাশপাতি এবং আরো প্রায় ৩০টি ফল ও সবজি প্লাস্টিকে ব্যাগে ভরে বিক্রি করা যাবে না। এর পরিবর্তে অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য উপকরণে সেগুলো আবৃত করতে হবে। তবে প্লাস্টিকের ব্যবহার একেবারে বন্ধ করা হয়নি। ধীরে ধীরে সামনের বছর একেবারে প্লাস্টিক নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স। নতুন নিয়মে বলা হয়েছে, ফাস্ট ফুডের রেস্তোরাঁগুলোকে আর শিশুদের বিনা মূল্যে প্লাস্টিকের খেলনা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct