আপনজন ডেস্ক: জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কখনো টেস্ট হারেনি ভারত। পয়মন্ত ভেন্যুতে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল। জিতলেই গড়বে ইতিহাস। এশিয়ার দ্বিতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে তারা। ২০১৯’র ফেব্রুয়ারিতে প্রথম দল হিসেবে প্রোটিয়াদের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল শ্রীলঙ্কা।
ওয়ান্ডারার্সে এখন পর্যন্ত ৫ টেস্টে ২ জয় এবং ৩ ড্র করেছে ভারত। এই মাঠে সর্বশেষ ২০১৮তে খেলে ৬৩ রানের জয় কুড়ায় কোহলিরা। সেবার প্রথম ইনিংসে ভারতের ১৮৭ রানের জবাবে ১৯৪ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান তোলে ভারত। এরপর বোলারদের নৈপুণ্যে প্রোটিয়াদের ১৭৭ রানে অলআউট করে দেয় তারা। প্রথম ইনিংসে জাসপ্রিত বুমরাহ ৫টি এবং দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ শামি নেন ৫ উইকেট। চলতি সিরিজেওর প্রথম টেস্টেও বল হাতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন এই জুটি। সেঞ্চুরিয়নে ভারতের ১১৩ রানের জয়টা আসে মূলত শামি, বুমরাহ ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়েই।
দক্ষিণ আফ্রিকার জন্য বাঁচা মরার লড়াইয়ে টস জেতটাও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। এই ভেন্যুতে ৩১ টেস্টে ১১ হার দেখেছে স্বাগতিক দল। ঘরে আর কোনো ভেন্যুতে এত ম্যাচ হারেনি তারা। আর কুইন্টন ডি কক হঠাৎ অবসরে যাওয়ায় ব্যাটিং নিয়েও ভাবতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কাইল ভেরাইন। অবশ্য ডুয়ান অলিভারের ফেরা বোলিং শক্তি বাড়াবে প্রোটিয়াদের। মাত্র ১১.২৫ গড়ে ২৪ উইকেট নিয়েছেন এই পেসার। ইনজুরি ও করোনাভাইরাসের কারণে প্রথম টেস্ট মিস করেন অলিভার। ভারত অপরিবর্তিত দল নিয়েই নামতে পারে।
ওয়ান্ডারার্সের পিচ নিয়ে এর আগে নেতিবাচক রিপোর্ট দিয়েছিল আইসিসি। এবার পিচ কেমন হবে তা অনেকটা আবহাওয়ার ওপরও নির্ভর করছে। সেঞ্চুরিন টেস্টের দ্বিতীয় দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে জোহানেসবার্গ টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে হানা দিতে পারে বৃষ্টি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct