সজিবুল ইসলাম,ডোমকল,আপনজন: আবারো লকডাউনের পথেই রাজ্য সরকার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের মাথায় হাত, গত লকডাউনের ভয়াবহ পরিস্থিতি সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়িকরা। আবারো সেই লকডাউন কার্যকারী হয় তাহলে এবার না খেতে পেয়ে মৃত্যু হবে বলেই জানাচ্ছেন জলঙ্গি ব্লকের সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ছোট দোকানদার অন্যান্য ব্যবসায়ীরা। জলঙ্গি বাজার সেক্রেটারি মাসুম বিল্লাহ জানান, লকডাউন হোক কিন্তু তার আগে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিকল্প কোন ব্যবস্থা করা হলেও মন্তব্য করেছেন, কারণ গত লকডাউনে যে ব্যবসার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এখনো পূরণ হয়নি আর্থিকভাবে।
অন্যদিকে ভাদুরিয়া বারাবাজার সেক্রেটারি তফিকুল ইসলাম বলেন যে করণা ওমিক্রন ভাইরাস থেকে বাঁচার জন্য। লকডাউন ঘোষণা করেন রাজ্য সরকার তবে সেটাকে মেনে নিতে হবে। তার সঙ্গে সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন ভাবে সাহায্য করার কথাও তিনি বলেন। জলঙ্গি বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়িক জানান যে পুনরায় দুটি লকডাউন ঘোষণা হয় তাহলে দাঁড়িয়ে থেকে মৃত্যুবরণ করতে হবে, কারণ গত লকডাউনে যেভাবে ঋণ করে সংসার চালিয়েছি সেই ঋণ এখনও পরিশোধ করতে পারেনি, আবারো যদি আগের মত লকডাউন ঘোষণা হয় তাহলে সর্বস্বান্ত হয়ে যাব। জলঙ্গি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা জানান যে সরকারের আগে পরিস্থিতি উপর বিবেচনা করার প্রয়োজন বলে মনে করি, পরেই লকডাউন ঘোষণা করা যেতে পারে, হট করে লকডাউন ঘোষণা করলে সাধারণ মানুষ আবার রাস্তায় বসে যাবে। মূলত লকডাউন ঘোষণা হলে গোটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো আবারো শেষ হয়ে যাবে, তার ওপর দীর্ঘ দুই বছর পর কোনরকম স্কুলমুখী ছাত্রছাত্রীরা হতেই আবারো স্কুল বন্ধ যাবে, শিক্ষাব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে বলেও শিক্ষা মহলের বক্তব্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct