আপনজন ডেস্ক: ৮৭৪টি গাড়ি পুড়িয়ে দিয়েছে ফ্রান্সের কিছু মানুষ নববর্ষ উদযাপন করলেন। কয়েক দশকের পুরোনো ঐতিহ্যের অংশ হিসেবে এ বছর যানবাহন ও আবর্জনা পোড়ানোর রীতি রয়েছে। যদিও এই ঘটনায় ৪৪১ জনকে আটক করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, করোনা ভাইরাস-সম্পর্কিত বিধিনিষেধের কারণে গাড়ি পোড়ানোর সংখ্যাটি আগের বছরের তুলনায় কম। ২০১৯ সালের নববর্ষ উদযাপনের সময় এক হাজার ৩১৬টি গাড়ি পোড়ানো হয়। ফ্র্যান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল ৩৭৬ জনকে। তবে ২০২০ সালে লকডাউন থাকায় গাড়ি পোড়ানোর কোনো তথ্য নেই দেশটির পুলিশের কাছে। উত্তর-পূর্ব ফ্রান্সের স্ট্রাসবার্গে যানবাহন ও ট্র্যাশ ক্যান জ্বালানোর পরে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে বিধিনিষেধ ভঙ্গ করায় আর বাকিদের অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকায় আটক করা হয়। বিতর্কিত এ ঐতিহ্য পালনের সময় সেখানে চারজন পুলিশ আহত হন বলেও জানা গিয়েছে। এ বছর নববর্ষ উদযাপনকে সমানে রেখে রাজধানী প্যারিসসহ দেশজুড়ে ৯৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়া ওমিক্রনের জেরেও আরোপ করা হয় বেশ কিছু বিধিনিষেধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct