আপনজন ডেস্ক: কাবুলের একটি ড্রেনে ঢেলে ফেলা হল ৩ হাজার লিটার মদ। গোয়েন্দা সংস্থার কর্মীরা এ কাজটি করেছে বলে জানা গিয়েছে। তালেবান কর্তৃপক্ষের অ্যালকোহলবিরোধী কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর থেকে ছাড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন সদস্য কাবুলের একটি নালায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে জব্দকৃত মদ ঢেলে ফেলে দিচ্ছেন। রবিবার টুইটারে ওই ভিডিও ফুটেজের ক্যাপশনে লেখা হয়, 'মুসলমানদের জন্য মদ তৈরি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ'। তবে ওই ভিডিও ফুটেজ থেকে এটা বোঝা বা জানা যায়নি যে কবে, কোথায় ওই জব্দের অভিযান চালানো হয় এবং কোথাই-বা তা ধ্বংস করা হয়। তবে গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলে, তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পূর্ববর্তী পশ্চিমা-সমর্থিত সরকারের সময়ও মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ ছিল। কিন্তু কট্টরপন্থী ইসলামী দল তালেবান মদের বিরোধিতায় কঠোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct