নতুন বছর
তাপস কুমার বর
______________
নতুন বছর মানে,
একটা স্বপ্নগড়া ইতিহাস।
নতুন বছর মানে,
মানবতার জয়-জয়কার।
নতুন বছর মানে,
সুরক্ষিত ভবিষ্যতের সন্ধান।
দেখো বন্ধু প্রিয়জন,
আজও ওরা ও কি সুখী?
ওদের থালায় জোটেনা ভাত,
ওরা যে ফুটপাত!
যাক সব মলিনতার অন্ধকার,
মুছে সাফ হোক সকল সন্ত্রাস।
এখনো স্মৃতির মন্দিরে দুখের আঘাত....
ওই দেখো কত শত মৃত্যুর চিৎকার।
নতুন বছর মানে,
একটা সুরক্ষিত সমাজ।
নতুন বছর মানে,
সুস্থভাবে বেঁচে থাকার সম্মান।
নতুন বছর মানে,
ধর্ষিতা নারীর অধিকার।
ওই দেখো শিক্ষার অধিকার,
হাজার হাজার ধর্না দেওয়া রাজপথে।
দেনার দায়ে কত শ্রমিক কৃষক আজও মরে,
এখনো একমুখো ভাত জোটেনি ওদের ঘরে।
এখনো কি মা-বোন সুরক্ষিত আছে?
কাগজের হেটলাইনে দিনে দিনে কত ধর্ষিতা মরে।
ভেবে দেখেছো কি সকলে...?
হারিয়ে যাচ্ছে যুবসমাজ একে একে করে।
নতুন বছর মানে,
কত মহান স্মরণীয় সভা।
নতুন বছর মানে,
ধর্মে ধর্মে এক মানবতার জোয়ার।
নতুন বছর মানে,
তোমার আমার বাঁচার অধিকার।
আমি সেই দিন পেতে চাই ফিরে,
মানবতার নতুন সূর্যোদয়ে....
দেশের বাহু হবে মজবুত ক্রংক্রিটে।
অধিকারের মুক্ত দরজা,
শাশ্বত হয়ে বিরাজ থাকবে।
সব জাত-পাত যাক না মুছে,
একটা শক্ত মেরুদন্ডের মানবতার মুক্ত আকাশে।
হয়তো সেদিন....
প্রাণভরা হাসি নিয়ে বলবে,
আবার নতুন বছর এসেছে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct