আপনজন ডেস্ক: এদিকে কেভিন ডি ব্রুইনা মাঠে শুয়ে পড়ে আছেন, একটু দূরেই প্রায় একইভাবে চিত হয়ে শুয়ে আর্সেনালের তমিয়াসু। অবিশ্বাস্য, রুদ্ধশ্বাস এক ম্যাচ শেষে ক্লান্ত–পরিশ্রান্ত এই দুজনকে দেখে বোঝার উপায় নেই জয়ী দল কোনটি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত না দেখলে, এর উত্তর বলাও অসম্ভব ছিল। ডি ব্রুইনাকে ছাড়িয়ে চোখ একটু পেছনে নিলে আকাশি–নীল জার্সিতে রুবেন দিয়াজ ও রদ্রির হাঁপ ছাড়া উদ্যাপনই বলে দিল ম্যাচের ফল। দম আটকানো এক ম্যাচ শেষে জয়ী দলটির নাম ম্যানচেস্টার সিটিই।
যোগ করা সময়ে রদ্রি গোলে আর্সেনালের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় পেয়েছে সিটি। কিন্তু ম্যাচের গল্পটা শুধু জয়-পরাজয়ে আটকে নেই। মিকেল আরতেতার অধীনে নিজেদের সেরা ম্যাচটাই খেলেছে আর্সেনাল। কিন্তু ভাগ্য বাধা হয়ে দাঁড়ানোতেই আজ পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে গানাররা। ফল ভুলে গেলে, এ ম্যাচটা যেকোনো আর্সেনাল ভক্ত মনে রাখবেন বহুদিন। এ মৌসুমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর রেকর্ড গড়েছিল আর্সেনাল। কিন্তু মিকেল আরতেতার অধীনে ধীরে ধীরে নিজেদের পরিচয় খুঁজে পাচ্ছে দলটি। করোনায় আক্রান্ত হওয়ায় আরতেতা আজ মাঠে ছিলেন না। আর তাঁর অনুপস্থিতিতেই তাঁর দল খেলল অবিশ্বাস্য সুন্দর ফুটবল। শেষ কবে আর্সেনালে বড় দলের বিপক্ষে এমন দাপট দেখানো ফুটবল খেলেছিল, সে আলোচনায় ২০১৮ সাল পর্যন্ত কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছিল!
ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের নয়টি প্রিমিয়ার লিগের ম্যাচই হেরেছে আর্সেনাল। কিন্তু এমিরেটসে আজ প্রথমার্ধ দেখে সে তথ্য অবিশ্বাস্য ঠেকছিল। গোছানো ফুটবলে প্রথম থেকেই দাপট দেখিয়েছে আর্সেনাল। বুকায়ো সাকার গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর বরং বিস্ময় জেগেছে, গোল পেতে এত দেরি হলো কেন দলটির। ১০ মিনিটেই মার্টিন ওডেগার্ডকে পেনাল্টি বক্সে ফেলে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন। রেফারি পেনাল্টি দেননি, ভিএআর সহকারীও সে সিদ্ধান্ত বদলানোর প্রয়োজন দেখেননি। যদিও রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বলে নয়, ওডেগার্ডের পায়েই পা লেগেছিল এদেরসনের।
সাকার আগেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। গোলের পরও আর্সেনালই দাপট দেখিয়েছে। প্রথমার্ধটা স্বাগতিকদের দাপট দেখেই শেষ হয়েছে। ১০ মিনিটে রেফারিকে সিদ্ধান্ত বদলাতে না বললেও ৫৫ মিনিটে ঠিকই ভিএআর ম্যাচে ভূমিকা রাখল। আর্সেনাল ডি-বক্সে গ্রানিত শাকাকে কাটিয়ে বেরিয়ে যাচ্ছিলেন বের্নার্দো সিলভা। তাঁকে নিয়ম মেনে আটকাতে পারেননি শাকা।
এরই সর্বোচ্চ সুযোগ নিয়েছেন সিলভা। ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত দিলে সিটিকে সমতায় ফিরিয়েছেন রিয়াদ মাহরেজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct