কুতুবউদ্দিন মোল্লা,কুলতলি,আপনজন: সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হলেন ২ মৎস্যজীবী।আহত ২ মৎস্যজীবীর নাম অমল দনডপাট বয়স( ৫০) ও খোকন মুন্ডা বয়স (৪৭) ওই দুই মৎস্যজীবীর বাড়ি মইপিট নগেনআবাদ এলাকায় বাসিন্দা। এলাকা সুত্রে জানা যায়। গত ২৯ তারিখে বিএলসি পাস নিয়ে।
তিন জনের একটি মৎস্যজীবী দল জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়। খাওয়া-দাওয়া সেরে বিশ্রামের জন্য রেডি হচ্ছিলেন। আচমকা জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে অমল দনডপাট এর উপরে ঝাঁপিয়ে পড়ে। আর অমল দনডপাট কে বাঁচাতে। তাদের সাথে থাকা একসঙ্গে খোকন মুন্ডা এগিয়ে আসে। তাকেও আক্রমণ করে। দুজনার সাথে ধস্তাধস্তির পর অবশেষে হারমেনে পালিয়ে যায় গভীর জঙ্গলে সুন্দরবনের বাঘ। এরপর তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে জয়নগর গ্রামীণ হাসপাতালে । সেখানে অবস্থার অবনতি হওয়ার পর অমল দনডপাট কে স্থানান্তরিত করে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। তবে এমন ঘটনায় এলাকায় চাউল হতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct