আপনজন ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইসরাইলের অর্থনৈতিক ও নিরাপত্তা পদক্ষেপ রাজনৈতিক পন্থার বিকল্প হতে পারে না।
সরকারি এক বিবৃতির বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএফএ পরিবেশিত খবরে বলা হয়, ফোনালাপে আব্বাস ও পুতিন বড়দিন ও নববর্ষের ছুটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। তারা এ অঞ্চলসহ সারাবিশ্বের শান্তি ও স্থিতিশীলতা কামনা করেন।
ওই সংস্থা জানায়, এ দুই নেতা ফিলিস্তিন সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আব্বাস পুতিনকে বলেন, ‘রাজনৈতিক পন্থার অনুপস্থিতি, দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ইসরাইলের অস্বীকৃতি, ফিলিস্তিনি অর্থনীতি দমন অব্যাহত রাখার প্রেক্ষাপটে ফিলিস্তিন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।’
আব্বাস আন্তর্জাতিক প্রস্তাব ও ইন্টারন্যাশনাল কোয়ার্টেটের বৈঠক অনুযায়ী, রাজনৈতিক পন্থায় এ সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। রাশিয়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সমন্বয়ে এ কোয়ার্টেট গঠন করা হয়।
তিনি একতরফাভাবে ইসরাইলের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে বসতি স্থাপন, ফিলিস্তিনের জমি দখল, ঘরবাড়ি উচ্ছেদ এবং পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি নাগরিকদের বিতাড়িত করা বন্ধের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
আব্বাস সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইল এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখলে এ অঞ্চলে অপ্রত্যাশিত উত্তেজনা ছড়িয়ে পড়বে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রবিবার টেলিফোনে কথা বলবেন। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ ইউক্রেনে রাশিয়া কোন ধরনের আগ্রাসন চালালে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে মার্কিন নেতার এমন সতর্কবার্তা জানানোর পর এই ফোনালাপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct