সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বাসিন্দাদের। খাতড়ার আড়কামা গ্রামের বাসিন্দাদের একাংশ শুক্রবার সকালে পথ অবরোধ করেন গ্রামের মোড়ে। অবরোধকারীদের অভিযোগ, রাস্তার পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ওপর মাটি উঠে জল কাদা রাস্তায় সমস্যা আরও বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগ, সমস্যা সমাধানের জন্য প্রশাসনকে বার বার জানিয়েও সুরাহা হয়নি। বাসিন্দাদের অভিযোগ বেহাল রাস্তার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে, ইতিপূর্বে বেশ কয়েকটি ছোট খাটো দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। এদিন সকাল থেকে প্রায় ঘণ্টা তিনেক অবরোধের জেরে খাতড়া- আড়কামা রুটের যোগাযোগ স্তব্ধ হয়ে পড়ে। অবরোধ স্থলে পৌঁছান খাতড়ার বিডিও অভীক বিশ্বাস , খাতড়া থানার আইসি প্রশান্ত দত্ত সহ থানার পুলিশ কর্মীরা। প্রশাসনিক কর্তারা বেহাল রাস্তা পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলেন বাসিন্দারা।
এদিন গ্রামবাসীদের পক্ষ থেকে সমস্যার কথা জানিয়ে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। বাসিন্দারা জানান, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসনের কর্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct