আপনজন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে ৮ বার এশিয়া সেরা হল ভারতের যুব ক্লি্রকেট। ফাইনালে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে (ডাকওয়ার্থ লুইস নিয়ম) হারিয়ে চ্যাম্পিয়ন হৃষিকেশ কানিতকার, সাইরাজ বাহুতুলের ছেলেরা। দুবাইয়ে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ৩৮ ওভারে ৯ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তবে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। যেটি ২১.৩ ওভারেই পেরিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভারতের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করে অপরাজিত থাকেন অংক্রিশ রঘুভানশি। শাইক রশিদ করেন ৩১* রান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপে ৫৭ রানেই ৭ উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। শেষ দিকে ইয়াসিরু রদ্রিগোর অপরাজিত ১৯, রাভিন ডি সিলভার ১৫ এবং মাথিসা পাথিরানার ১৪ রানের সুবাদে বৃষ্টি নামার আগে একশ’ পার করে শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভিকি অস্তল। কৌশল তাম্বের শিকার ২ উইকেট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct