জৈদুল সেখ,কান্দি,আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি বিএলআরও অফিসে গত মঙ্গলবার দিন উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাদত সেখ কে কান্দি বিএলআরও বাসব দত্ত মজুমদার অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করা হয়েছিল। সেই বিভিও ভাইরাস হয়েছিল। যার প্রতিবাদে ইতিমধ্যেই শিক্ষক মহল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল কান্দি ভূমি সংরক্ষণ দফতরের আধিকারিক বাসব দত্তের এই অসভ্য ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন।এবারে সেই শিক্ষকের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিত। শুক্রবার উদয়চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহাদাত হোসেনের সঙ্গে দেখা করে চেয়ারম্যান বলেন, ‘কান্দির বিএলআরও যেভাবে আমার শিক্ষক সাহাদত সেখ কে হেনস্তা করেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা সেইদিনই বিএলআরও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু তিনি আমার শিক্ষক সাহাদাতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাই তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। আজকে সাহাদত কাছে এসেছি মানুষিক ভাবে সে যেন ভালো থাকে এবং ভবিষ্যৎ কোনো সমস্যা হলে তার পাশে দাঁড়ানো।’
এ প্রসঙ্গে সাহাদত সেখ বলেন “চেয়ারম্যান আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি খুব খুশি তাছাড়া আনন্দিত বোধ করছি। “
যদিও কান্দি বিএলআরও বাসব দত্ত মজুমদার ঘরে প্রতিবাদকারীদের সামনে ঘটনাটি স্বীকার করেন এবং বলেন নিছকই উত্তেজিত বসত ঘটনা ঘটিয়ে ফেলেছে এই ঘটনার জন্য আমি লজ্জিত।
উল্লেখ্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভূমি দপ্তর কে ঘুঘুর বাঁসা বলে তোপ দেগেছেন। এখন দেখার বিষয় এই সমস্ত বাঁসার আধিকারিক রা কতটা মানবিক হয়ে উঠতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct