কুতুবউদ্দিন মোল্লা,বাসন্তী,আপনজন: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লক জমিয়ত উলেমা হিন্দের ডাকে সোনাখালি বাসস্ট্যান্ডে এক সভার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে দেশ বাচাঁও সামাজিক কমিটির কর্ণধার জনাব হোসেন গাজী। তিনি বলেন, এই দেশ সকল মানুষের মিলন তিথির দেশ। আর এই সোনার বাংলাতে আর,এস,এস মাথা চাড়া দিয়েছে। তাই প্রতিনিয়ত দলিত আদিবাসী ও সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। এবং সীমান্তে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে যে ৫০ কিলোমিটার বিএসএফদের দখলে আনতে চাইছেন। তার মানে গরিব মানুষগুলি বিপদে। তাদের বাঁচাতে হবে ও আমাদের বাঁচতে হবে তাই কেন্দ্রীয় সরকারের এই কালা আইনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে বলে বার্তা দেন। এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি জমিয়ত উলেমা হিন্দের আলহাজ জনাব মাস্টার কওসার, দেশ বাচাঁও সামাজিক কমিটির কর্ণধার হোসেন গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct