জৈদুল সেখ,কান্দি,আপনজন: কান্দিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে হেনস্থার ঘটনায়, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কান্দি চক্রের পক্ষ থেকে, বুধবার কান্দি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বাসব দত্ত মজুমদারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। সাহাদত সেখ কান্দি থানার হাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গলবার, আরএসওআর নামক একটি নথিপত্র কান্দি ভূমি ও ভূমি সংরক্ষণ দফতর কাজের জন্য আসেন। আর দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে এসে বারবার ঘুরে যেতে হচ্ছিল তাকে বলে অভিযোগ। মঙ্গলবার সেই নিয়ে, কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদারকে নালিশ জানাতে গেলে, আধিকারিক বাসব দত্ত মজুমদার ওই ব্যক্তির সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে জানা যায়। এবং ভূমি ও ভূমি সংরক্ষণ দফতর-এর মধ্যে তাকে অসংলগ্ন ভাষায় অপমান করেন আর সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। সেই নিয়ে এই বিক্ষোভ দেখানো হল বুধবার। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখার পর ক্ষমা চাইতে বাধ্য হন শিক্ষকের কাছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী জানিয়েছেন, ঐ ভাইরাল ভিডিও-র পুর্নাঙ্গ তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct