সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন: বীরভূম জেলার দুবরাজপুরের একটি গ্যাসের দোকানে সিলিণ্ডার প্রতি বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেখ আসরফ নামে এক গ্রাহক জানান, বোলপুরের গ্যাস এজেন্সি ৯১১ টাকা নিচ্ছেন অথচ দুবরাজপুরের এজেন্সি নিচ্ছে ৯৪০ টাকা। একই জেলায় দু’রকম দাম। আর এক গ্রাহক সেখ টিপুরও অভিযোগ, একেই তো এখানে ৯৪০ টাকা গ্যাসের দাম নেওয়া হচ্ছে। তারপর যাঁরা গ্যাস দিতে বাড়িতে যান তাঁরাও ২০ টাকা করে বেশী নেন, এসমস্ত কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যদিকে গ্যাস দোকানের কর্ণধার তনুশ্রী দাস এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, শুধু দুবরাজপুরে গ্যাসের এই দাম নেওয়া হচ্ছে তা নয়, বীরভূম জুড়ে ৯৪০ টাকা নেওয়া হচ্ছে। তাঁকে বোলপুর ও দুবরাজপুরের গ্যাসের দামের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, কোথায় কী নিচ্ছে আমার জানা নেই। আর যদি কেউ গ্যাস হোম ডেলিভারি করতে যায় এবং বাড়তি টাকা নেন তাহলে আমাকে লিখিত দেন আমি ব্যবস্থা নেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct