সেক আনোয়ার হোসেন,কাঁথি,আপনজন: আপনজন: কাঁথি পুরসভায় দূর্নীতির অভিযোগ শুরু হল তদন্ত বুধবার কাঁথি পুরসভায় একাধিক উন্নয়ন সংক্রান্ত নথিপত্র যাচাই করতে শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নবান্নের নির্দেশেই শুরু হয়েছে এই তদন্ত। যা নিয়ে কাঁথির রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চাপানউতোর। কাঁথি পুরসভা দীর্ঘদিন ধরে অধিকারী গড় বলে পরিচিত। তৃণমূল সাংসদ শিশির অধিকারী কাঁথি পুরসভা একাধিকবার চেয়ারম্যান ছিলেন। তার পর বাড়ির মেজছেলে শুভেন্দু অধিকারী পুরসভার চেয়ারম্যান হয়েছেন। পরে দু’বার চেয়ারম্যান হন শিশিরবাবুর ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। একুশের ভোটের আগে অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে পুরভোটের মুখে নবান্নের নির্দেশে বেশ কয়েকটি প্রকল্পের আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে সূত্র মারফত খবর। অতিরিক্ত জেলা শাসক শ্বেতা আগরওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানবকুমার সিংহলের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিটি হয়েছে। কাঁথি পুরসভার প্রশাসক হরিসাধন দাস অধিকারী জানান, “অতিরিক্ত জেলা শাসক ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিধি দল কাঁথি পুরসভার দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। কিন্তু বুধবার উন্নয়নমূলক আলোচনা করেন। এছাড়াও অন্য বিষয়ে আলোচনা হয়েছে।” এ ব্যাপারে জানা গেছে, জেলাশাসক পূর্ণেন্দু মাজি,জেলা পুলিশ সুপার অমরনাথ কে, মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি, মহকুমা পুলিশ আধিকারিক, কাঁথি থানার আইসি -সহ বিভিন্ন আধিকারিক পুর প্রশাসক মণ্ডলীর সদস্য উপস্থিতিতে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct