আপনজন ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামে কয়েক দিন আগেই বৃষ্টির নামাজ (সালাতুল ইসতিসকা) অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয় কাবা প্রাঙ্গণে। মঙ্গলবার রাতে বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পবিত্র মসজিদুল হারামের কাবা প্রাঙ্গণে সব সময় মুসল্লিদের ভিড় থাকে। করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে চলছে উমরাহ পালন ও নামাজ আদায়। প্রবল বৃষ্টি মুসল্লিদের দেহ ও মনে তৈরি করে অনাবিল প্রশান্তি। বৃষ্টিতে ভিজে মুসল্লিদের উমরাহ পালন ও নামাজ আদায় করতে দেখা যায়।
প্রবল বৃষ্টি বর্ষণে তীব্র তাপ থেকে মুক্তি মেলে মুসল্লিদের। সবার মধ্যে তৈরি হয় ভিন্ন রকম অনুভূতি। বৃষ্টিস্নাত কাবা ঘরের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করেন মসজিদুল হারামে অবস্থানকারীরা।
গত ১৩ ডিসেম্বর পবিত্র মসজিদুল হারামে বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস এ নামাজের ইমাম ছিলেন। এ নামাজে উপস্থিত ছিলেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালসহ উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা। নামাজের পর শায়খ আল সুদাইস খুতবা পাঠ করেন। এদিকে মসজিদে নববিতে বৃষ্টির নামাজ পড়িয়েছেন ড. আবদুল মুহসিন আল কাসিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct