আপনজন ডেস্ক: বাড়িতে বসে অনলাইনে আয় করার অনেক উপায় রয়েছে। এর মধ্যে ডাটা এন্ট্রি এখন বেশ পরিচিত।ডাটা এন্ট্রি হচ্ছে মূলত এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ইনপুট করা। এই ডাটা এন্ট্রি বিভিন্ন ডিভাইসে সম্পন্ন করা যেতে পারে। কোনো টেক্সট ইনপুট থেকে শুরু করে কোনো প্রোগ্রামের ডাটা স্প্রেডশিটে সরবরাহ করা পর্যন্ত সকল কাজ ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত। এ ছাড়াও ডকুমেন্ট স্ক্যান করা বা অডিও ফাইলকে লেখায় পরিণত করাকেও ডাটা এন্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যে কোনো ধরনের ডাটা এন্টার বা ইনপুট এর কাজই ডাটা এন্ট্রি হিসেবে বিবেচিত হবে।আপনিও চাইলে ঘরে বসেই এই কাজটি করে আয় করতে পারেন। কম পরিশ্রম এবং ঘরে বসেই কাজটি করা যায়। আর এজন্য বয়স কোনো বাঁধা নয়। যে কোনো বয়সী মহিলা-পুরুষ সবাই কাজটি করতে পারবেন। ডাটা এন্ট্রির মাধ্যমে আয় করতে চাইলে আপনার প্রয়োজন দ্রুত টাইপ করার দক্ষতা। সেই সঙ্গে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করা, বেসিক ইংরেজি জ্ঞান, কাজ বুঝে নেওয়ার দক্ষতা, ওয়ার্ড ও এক্সেল ব্যবহারের জ্ঞান থাকতে হবে।আপনাকে যে কোনো একটি ওয়েবসাইট থেকে কাজ খুঁজে নিতে হবে। ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডটকম, পিপলপারআওয়ার এর মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ডাটা এন্ট্রির কাজ করা যাবে। অনেক কোম্পানি প্রতিদিনই এসব ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজের জন্য লোক খোঁজে। আপনি যদি টাইপিংয়ে যথেষ্ট দক্ষ হন ও নির্দেশনা মোতাবেক কাজ করতে জানেন, তবে খুব সহজে প্রচুর ডাটা এন্ট্রির কাজ পেতে পারেন। এছাড়াও একই ক্লায়েন্ট থেকে ডাটা এন্ট্রির কাজ পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে। তাই মনোযোগ দিয়ে কাজ করতে পারলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মসমূহে ফ্রিল্যান্সার হিসেবে ডাটা এন্ট্রির কাজ করে আয় করা যেতে পারে। ক্যাপচা এন্ট্রি ডাটা এন্ট্রির কাজসমূহের মধ্যে সবচেয়ে সহজ বলে যে কেউ এটি করতে পারে। ক্যাপচা দেখে দেখে তাতে থাকা লেখা ইনপুট করার কাজই হচ্ছে ক্যাপচা এন্ট্রি। তবে সহজ হওয়ায় এই কাজ পাওয়া অধিক কঠিন। ক্যাপচা এন্ট্রি করে আয়ের পরিমাণ নির্ণয় করে টাইপিং স্পিডের উপর। তাই ক্যাপচা এন্ট্রি থেকে আয় করতে হলে ভালো টাইপিং স্পিড থাকা আবশ্যক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct