আপনজন ডেস্ক: স্মার্ট ফোন ব্যবহারকারীর নিরাপত্তার প্রায় ১০০ শতাংশই রক্ষা করে স্ক্রিন লক। যে কেউ চাইলেই আপনার ফোন ঘাঁটাঘাঁটি করতে পারবে না। এজন্য স্মার্টফোন স্ক্রিন লক করে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফোনের স্ক্রিন লক করে রাখতে কেউ ব্যবহার করেন প্যাটার্ন, আবার অনেকে কোড নম্বর। তবে কোনো কারণে প্যাটার্ন ভুলে গেলে পড়তে হয় নানান বিপত্তিতে। প্যাটার্ন বা কোড নম্বর ভুলে গেলে অনেকেই স্থানীয় মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যান। কারণ সেখানে গেলেই তাদের নিজস্ব কিছু প্রযুক্তি ব্যবহার করে ওই লক খুলে দেওয়ার ব্যবস্থা করেন তারা। আবার অনেক সময় পুরো ফোন রিফ্রেশ দিতে হয় । যে কারণে জরুরি অনেক কিছুই হারিয়ে যেতে পারে। তবে আপনি নিজেই খুব সহজে এর সমাধান করতে পারেন। প্রথমে ফোনটি সুইচ অফ করে দিন। কমপক্ষে ১ মিনিট অপেক্ষা করুন। পাওয়ার বাটন এবং ডাউন ভলিউম 'কী' একসঙ্গে প্রেস করতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনে কোনো লেখা আসে ততক্ষণ প্রেস করে যেতে হবে। যদি স্ক্রিনে কোনো লেখা দেখা যায় তাহলে বুঝতে হবে ফোনটি রিকভারি মোডে চলে গেছে। এরপর factory reset button-এর উপর ক্লিক করতে হবে। ওই স্ক্রিনের উপর wipe Cache-অপশন আসবে। সেখানে ক্লিক করুন এবং ডেটা ক্লিন করে ফেলুন। এরপর ফের বন্ধ করে অ্যান্ড্রোয়েড ডিভাইসটি চালু করতে হবে। তখন কোড বা প্যাটার্ন ছাড়াই ফোন অ্যাকসেস করতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct