আপনজন ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদনে প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছেন। নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রার্থীরা। পোস্টারিং কিংবা মাইকিং সবক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এতে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এদিকে বিরিয়ানি বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ৮নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বিরুদ্ধে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ফতেপুর দেওয়ান পাড়া এলাকায় শতাধিক ভোটারদের আকৃষ্ট করতে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আলী হায়দার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। এ ছাড়া মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গেলে দেখা যায়, আচরণবিধি মানছেন না প্রার্থী। বিরিয়ানি, মিষ্টি বিতরণ করে ভোট চাইছেন। সরকারি ভবনে করেছেন প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প। এর সাথে প্রচারণার পোস্টারে নিয়ম না মেনে প্রার্থীরা তাদের বাবার নামসহ পদ পদবি উল্লেখ করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন কোনোরকম ব্যবস্থা না নেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের মধ্যে দিয়েই চলছে প্রচারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct